সাঁই সাঁই ছুটে চলছে জীবন
কেবলি আশার আলো অন্বেষণ
দারুন যন্ত্রণায় শব্দের জগতে বাঁচি
নৈঃশব্দের প্রতিফলিত বাতাসে নাচি।
প্রত্যেহ শুনি শব্দের ছুটে চলা কোলাহল
জীবনের ক্ষুদ্র আহ্বানে নিস্তব্ধতা ঝলমল
পূবালী বাতাসের নরম আদুরে মায়া তার গায়
শব্দহীন মধুর এ ধরণী, তার ডাগর চোখে হায়!
কেউ আমারে চাহে গোপনে আড়ালে অজানায়
নিস্তব্ধ রাত্রির প্রশান্তি ঢেউ খেলে মোর আঙ্গিনায়
নৈঃশব্দের কিছুটা আভাস লেগেছে হৃদয় গগনে
ধ্বনি ব্যঞ্জনায় ব্যক্ত করো, আদর কিংবা তপ্ত দহনে।