ভরা নদী পারাবার
কলকল ধ্বনিতে
স্রোতখানি বয়ে যায়
মায়ামুগ্ধ রবেতে।
দূরে কেউ ডেকে যায়
পারি নাকো দাড়াতে
মাটির গন্ধে ভরে যায়
রূপসী কন্যে ।
স্রোতখানি বেঁকে যায়
আমি যে নিরূপায়
মেঘমালা উড়ে যায়
প্রাণ তারে ছূতে চায়।
মাঝিমাল্লা গেয়ে যায়
গুণ গুণ ভাটিগান
স্মৃতিটুকু রেখে যায়
ধেয়ে যায় মন-প্রাণ।
ঢেউগুলো নেচে যায়
মধুময়ী ধারাতে
বায়ু বয় শন্ শন্
পৃথিবীর রন্দ্রে।
চুল উড়ে ধূল উড়ে
ফুল পরে পাতা নড়ে
সারামন ভরে যায়
ফুলের গন্ধে সানন্দে ।