এই অজগর সময়ে
ফারাক্কা-প্রযোজিত চৈতী-পদ্মা ডালে
শ্যামল-উঠোনের ঐতিহ্যসূত্রে বাঁধা
ওয়েলফেয়ার স্টেটের এক সবুজ তাড়না।
বৈশাখী বাগানে কোন এক বিকেলে  
পুরনো বাগান ঘেঁষে ফুলের মউ মউ প্রত্যাশা।
কিন্তু, সময়ের অভিশাপে জেগে আছি সারাক্ষণ—
তিমি বা হাঙরের অনিদ্রার মতো।
ছোটো—ছোটো ডানাগুলোও ভাঁজ হতে চায়  
আমার চেতনায় স্টেথোস্কোপ লাগিয়ে দেখি,  
শুয়ে থাকতে গেলেও ভূমিকম্পের দুলুনি লাগে পিঠে!
বুঝতে পারছি এই ঝুলন্ত নিয়তি নিয়েই এসেছি পৃথিবীর বুকে।