নিসর্গের মনোলোভা দৃশ্য, গোধূলীর রাঙামেঘ
বৈকালী আকাশের অপরূপ সৌন্দর্যে, নিমগ্ন প্রকৃতি  
অরণ্যের শ্যামলিমায়, মুক্ত পাখিদের সুমধুর কলরব
নীল সমুদ্র সৈকতে, আদিগন্ত সমুদ্রের ষোড়শী তরঙ্গ
কিংবা অফুরন্ত সবুজের সমারোহ,পাহাড়ী ঝর্ণার গান
প্রাণবন্ত প্রকৃতির মোহবন্ধনে, আমি প্রকৃতিতে হই মুগ্ধ  
বুনো বাতাসের স্পর্শে হেসে ওঠে জুঁই, চাপা - নিশিগন্ধা
আর আমাকে সজীব করে!
বাধ্য করে, অমৃতের অন্বেষণে অন্তিম প্রার্থনা করতে।