মানব জীবন, স্রোতস্বিনী নদী, বয়ে চলে অবিরাম
সেই স্রোতে বয়ে চলে কত  অজানা পথ  কত নতুন নাম
কোনো বাঁধা জানে না, স্বপ্নের জোয়ারে ভাসে, কখনো বা হতাশায়
প্রতিটি ক্ষণে নতুন আশা, জীবনের মন্ত্র জানে আশা-নিরাশার দোলায়।

প্রতিটি ভোর যেন নবজীবনের গান, জীবনের পথে চলতে হবে নিরন্তর
সূর্যের কিরণে নতুন উদ্যমে জাগো রে প্রাণ, নবজীবনের সুরে দূর করে অন্ধকার  
জীবনের পথে চলতে হবে  রেখে বন্ধুর পথে পা জীবনের প্রতিক্ষণেই নতুন গান
এই তো মানব জীবন আলো-অন্ধকারে মিশ্রিত,কষ্টের মধ্যে সুখ খুঁজে নেয় যে প্রাণ

পাহাড়ের চূড়ায় উঠতে চায় মনের ভাবনা, মানব জীবনের রঙে, মিশে আছে সত্তা
নিম্নভূমিতে রেখে সকল অদৃষ্ট যন্ত্রণা,ছুঁতে চায় পাহাড়ের উচ্চতা সমুদ্রের গভীরতা
স্বপ্নের ডানা মেলে উড়তে চায় মন, কখনো হাসি, কখনো বা চোখে জল
জীবনের রঙ্গে রঙিন হতে চায় তবু থেমে থাকে না জীবন, যেন সদা সচল।  

এই জীবন মানে কখনো সুখ, কখনো দুঃখ কখনো ভালোবাসার ছায়া
চলতে হয় স্মমুখে, অভিজ্ঞতা প্রতিটি ক্ষণে আছে পরিবারের মায়া
প্রেম, ভালোবাসা, বন্ধন বিশ্বাস প্রতিটি মুহূর্ত  যেন জীবনের ক্যানভাসে আঁকা নানা রূপ
প্রেমের স্পর্শে, বন্ধনের বুকে মানব জীবন এক অমর চিরন্তন রূপ।  

জীবন হয়ে ওঠে সোনার শৃঙ্গ,মানব জীবন এক মহাসাগর, জীবন মানে সংগ্রাম
আশা-নিরাশার ঢেউয়ের অন্দরে সুখে-দুঃখে গড়ে তোলে জীবনের মেলা
প্রতিটি মুহূর্তে নতুন এক গল্প, বাঁচার এক খেলা এক মহাকাব্য, চির অম্লান
জীবনের ক্যানভাসে আঁকা মানব জীবন এক অনন্য সৃষ্টি, চিরকালের অভিজ্ঞান।