লিখে যেতে চাই,
বিশ্বাসের আঙুল রেখে
সেবাই হউক ভালোবাসার ধর্ম।
লিখে যেতে চাই,
মেঘ ছোঁয়া সেই উচ্চারণ
সেই উচ্ছ্বসিত কণ্ঠস্বর
কালো কিংবা সাদা বোর্ডে
স্বদেশ প্রেমে ওরা অমর।
হে মিষ্টিভাষী, লিখে যেতে চাই
যা তুমিও করো ধারণ
কিছু করতে পারি বা না পারি,
প্রতিবারই ফিরে আসবো আর লিখবো,
বন্ধ করো সব অসঙ্গতি,
তুলো সুরেলা উচ্চারণ
হে উদ্ভাসিত,
দুনিয়ায় বেজে ওঠেছে রিংটোন,
আসিবে মরণ।
শাসকের স্থানে শাসক এসেছে,
এর বেশি কিছু নয়
সব শাসকই মা-মাটির ধর্ষক
তাই, শাসক মাত্রই ভয়।
বিদায় দিতে চাই প্রহসনের গণতন্ত্র,
লিখে যেতে চাই
স্বাধীন রাষ্ট্রের নাগরিক মোরা,
কোন অভিবাসী নই তো!