আমি এ প্রজন্মের লাল বিপ্লব
আমি এ প্রজন্মের রুধিরের লালে অসীম সাহস
আমি এ প্রজন্মের হৃদয়ের গহীনে দেশমাতৃকার সংস্কার
আমি এ প্রজন্মের লাল বিসর্জনে তরুণ অহংকার।

আমি সূর্যের রক্তিমতাকে হার মানানো লাল বিপ্লব
আমি শোষকের বন্দুকের নলে, বুক ঠেকানো অসম্ভব
আমি জুলাইয়েরর বিপ্লবে ছাদে, বারান্দায় নিষ্পাপ অবুঝ শিশু
আমি মায়ার বাঁধন দূরে ঠেলে, রাজপথে রক্তমাখা মিশু।

আমি মানবতাহীন শাসকের গুলিতে তাজা রক্তে রঞ্জিত রাজপথ
আমি নব যৌবনের লাল বিপ্লবে, নতুন সার্বভৌমত্বের শপথ
আমি ফেইসবুকে লালে লালে রাঙানো প্রতিবাদী প্রোফাইল
আমি চব্বিশের অভ্যুত্থানে ৩৬-জুলাইয়ের লাল ফিতার ফাইল।