একটি প্রেমের কবিতা লিখবো
যেখানে প্রেয়সীর ছলছল আঁখিতে
উজ্জীবিত যৌবনে পাল্লা দেবে হাঁসি-কান্না
শ্রাবণের ঝরঝর ধারায় বয়ে যাবে খুনসুটির বন্যা।
উজ্জীবিত হলো যৌবন
কিন্তু, প্রেমের কবিতা লেখা হলো না
লেখা হলো তরুণ প্রজন্মের রক্তমাখা কবিতা
কবিতার প্রতিটা শব্দে রক্তলাল আভা ।
লেখা হলো ছোপ ছোপ রক্তমাখা শার্টগুলোর আত্মকথা
লেখা হলো শহীদের জন্য বায়ান্ন-একাত্তরের মতো জ্বলন্ত বিপ্লবী বার্তা
কবিতায় ভেসে ওঠে মিছিলের ধ্বনি, প্রতিবাদী শপথ আর আর্তনাদ
পথে প্রান্তরে বুভুক্ষু মানুষের স্লোগান; এক দফা এক দাবি স্বৈরাচার কবে যাবি?
প্রেমময় হৃদয়ের কবিতা এখন লং মার্চ, গণভবন, সংসদ আর গ্রাফিতিতে ৩৬ জুলাই।