আমি নামধারী কবিদের মতো না
তবুও কবিতা নিয়ে ভাবতে থাকি
আলৌকিক অনুপ্রেরণায়
কিছু সতেজতা ও স্নিগ্ধতা বন্দি করি কবিতায়।
কোন চরিত্রের উপর মায়া নিয়ে
তৈরি করি একটি জগৎ; মায়ানগরী।
গোলকধাঁধা এ মায়াতে,
দুমড়েমুচড়ে ছুড়ে ফেলে বাতিল করেছি কতগুলো কবিতা
বাতিল যে কবিতাগুলো, এ লেখাগুলোও আমার সন্তানের মতো
হোক সেটা ভালো কি মন্দ!
তারপর, এই অপূর্ণতায় একদিন আমি চিরনিদ্রায়...  
এই যে চিরনিদ্রা, তা বোধয় নিখোঁজ হৃদয়ের সন্ধান
কতটা ভালোবাসার পর এ হৃদয় নিখোঁজ?