আজ জাতির হৃদয় ধিকিধিকি পুড়ছে
আমি হৃদয় পুড়া ধোঁয়ার গন্ধ পাচ্ছি
কেউ আগুন ধরিয়েছে কেউ বা ফুঁ দিচ্ছে
আগুনে পুড়ে মৃত শীর্ণতম বাংলাদেশ।
গুলিবিদ্ধ পাখির মত জ্বলন্ত স্বাধীনতা
পলতে ভেজানো বৈষম্যের অন্যায়ে
পুড়ছে যুবক,নারী ।
কোথাও রক্তাক্ত, কোথাও আহত
কোথাও বা মৃত জ্বলন্ত মশারি
কিছু একটা পুড়ছে এসে লাগছে আঁচ
আমি হাতড়ে হাতড়ে দেখছি
কিছু একটা পুড়ছে বিবেকে ফোস্কা পড়ছে
গনগন করছে চেতনার ছবি
চুপ করে পুড়ছে, মুখ বুজে পুড়ছে
কী ছুঁয়ে মূল্যবোধে টাঙানো হাপিত্যেশ
দপ করে জ্বলে উঠছে প্রকাশ্যে, চোখের ওপর
অন্যায়ের প্রতিবাদে স্বদেশ!