ভালোবাসার অধিকার জন্মালেই কি
হৃদয়ের অধিপতি হওয়া যায়?
আমি তো ভালবেসে মিথ্যে ভবঘুরে
একঘেয়েমি জীবন যাপন করছি।
আমি যে ক্যাকটাসটা লাগিয়েছিলাম
তা কেন যেন নির্দ্বিধায় ছাড়িয়ে যাচ্ছে হেমলককে?
আনমনা হয়ে তোমাকে ভেবে ভেবে বেড়ে যাচ্ছে
বুকের ভেতর লুকানো অনিবার্য দূরত্ব।
তবুও, বিদায় বেলায় একে অপরকে
ভীষণভাবে জাপটে ধরা
আমার কপালে অনায়াসে তোমার ঠোঁটের স্পর্শ
রাস্তা পারাপারে তোমার হাতে হাত চোখে চোখ রেখে
দুটি ভিন্ন সত্ত্বার পাশাপাশি হেঁটে যাওয়া
ব্যস্ত নগরীর এই কোলাহলের মধ্যে
কি অদ্ভুত!
তাই না?