তুমিহীন বুকে মোর
তপ্ত মরু-বালিরাশি
তোমাতে সাহারার বুকে
স্নিগ্ধ শীতল হাসি।  
তুমিহীন সময় যেন
অরণ্যের গহীন তমসা
শান্ত- বারিধারায় হৃদয়ে কেবল
তোমারি যাওয়া আসা।  

তোমাকে অনুভব করি
পূর্ণিমার জোৎস্নালোকে
বৃক্ষের মৃদু সমীরণে
পথ-ক্লান্ত পথিকের স্বস্তিতে।
অনুভব করি গ্রীষ্মের দাবদাহে
পিপাসার্তের শীতল জলসত্রে
কনকনে শীতে চরম আতঙ্কের ভয়ার্ততায়
উষ্ণ আলিঙ্গনে।
তোমাকে খুঁজি ভোরের মল্লিকায়
কখনও খুঁজি রাতের রজনীগন্ধায়  
খুঁজি নিঃশব্দে ঝরে পড়া শিউলিতে
খুঁজি পৃথিবীর ভরপুর সৌন্দর্যতায়।