অর্ধ-রোমান্টিক বিকেলে,
সন্ধ্যার মিলনাত্মক সুর  
ঘড়ির কাঁটার টিকটিক ধ্বনিতে,
নতুন দিনের ভোর।
রাতজাগা হাজারো চিত্রকল্পে,
কবিতার অজুহাত  
জীবনের কোনো গল্পে,  
হঠাৎ!  ছুঁয়েছি কোনো হাত।
অকটেনপূর্ণ বাইকে বসে,
চোখের ইশারায় কোনো চোখ  
নদীর বুকে চন্দ্রের ছড়ানো-ছিটানো প্রেমে,
জাগেনিকো শোক।  
ফুটে ওঠা শতদল,
ঈর্ষা ছুঁয়ে যায় রাঙানো কোন নামে  
ঠোঁট পেতে স্বপন জানায়,
যৌবনের ভূমিকা ধরাধামে।
কাকে যেন  ভালোবেসে,
নারাজ মনে খুঁজিছে মধুর ওড়
মধুর লোভে স্বভাব খেয়ালে,
কাউকে ছুঁয়ে কাটাতে চেয়েছি ভোর।