যখন আমি থাকবো না, তখন সবাই বলবে  
তার মনের মাঝে ছিল ছোট্ট একটি বাগান;
বাগানের  ফুলের মত ভালোবাসত সবাইকে ,
তার হাসি সূর্যের আলোর মতো ছড়িয়ে পড়ত
জীবনের সবচেয়ে ঘনকালো দিনগুলোতেও ।  
যতই বুনো লতাপাতা ঘিরে থাকুক না কেন,
বন্য ফুলের মতই সে নিজেকে মানিয়ে নিত,
যেখানে বেড়ে উঠতো সে; সেখানে কেউ ভাবতেই পারে না
সুন্দর পৃথিবীতে গাইতো সে বেড়ে ওঠার গান,
আর আহ্বান করতো , এসো ছোট্ট ফুলেরা
এটাই জেগে উঠার সময়; তোমাদের আনন্দের সময়
এখানেই বসন্তের উষ্ণতা খুঁজে নেওয়ার সময়।