ঐ পাড়েতে সুদীর্ঘ তরু
দেয় না কারে আশ্রয়
এই পাড় তে দেখিয়া সেথা
পৌঁছতে সাধ হয়।
উড়ে পেরোতে পারি না নদী
এতখানি তার বিস্তার;
এতই দীর্ঘ জীবন নদী
দেয় না মোরে নিস্তার।
ঝোপেতে গজানো গাছ-গাছালি
কোনটি বেছে কেটে নেবো
জম মহাশয় এলে কাছে
কোন গাছটি দেবো।
উড়ে পেরোতে পারি না নদী
এতখানি তার বিস্তার;
এতই দীর্ঘ জীবন নদী
দেয় না মোরে নিস্তার।