আলো-অন্ধকারে ওরা ছিল ঘুমের ভিতর
পাথরের আলপনার বৃত্তে মোড়ানো গতর
ওদের জমিনে গণতন্ত্রের ভ্রূণে ধর্ম ভাসে হাওয়ায়
ঈশ্বরের দাসত্ব কুয়াশায় রেখে, ব্যক্তি দাসত্ব ডানা উড়ায়।
বৃত্তের পর বৃত্ত কেবল শিকলে টাঙানো জীবন
যেথায় অন্ধকারে বোনা, তারুণ্যের নীরব শক্তির ভ্রমণ
প্রতিবাদেরা বন্ধ হয়ে যায়, গর্জে উঠে আতঙ্কের হুঙ্কার
মৌলবাদী দলিল মাড়িয়ে, রক্ত ধারায় চূড়ান্ত অহংকার।
সেথা মাটির গভীরে সুপ্ত সদা স্বাধীনতার বীজ
বন্ধ ঘরে দম বন্ধ হয়ে, কবিতারা কষ্টে বাজায় শীস
ভেসে বেড়ায় মরুর বুকে, ভবিষ্যতের বাংলার প্রতিধ্বনি,
ভয় এড়িয়ে ধুলা ঝেড়ে গর্জে উঠে, আল-কুরআনের বাণী।