হে জন্মভূমি,
তোমার নেই কোন পারমাণবিক শক্তি
নেই কোন সভ্যতার জোট কিংবা ঘুরি;
তোমার সামুদ্রিক পৈথানে ঘ্রাণতফাতে
সুন্দরবনে দেখতে পাবে,
হরিণে-শার্দুলে বন্ধুত্ব হয় না;
বন্ধুত্ব হয় হরিণে হরিণে ;
কিংবা বাঘে বাঘে।
হে বাংলাদেশ—
হে আমার জননী!
তোমার তো বত্রিশ কোটি হাত,
ষোল কোটি মেধা!
আর সে মেধায় ঐক্যবদ্ধ তুমি
হয়ে উঠবে ডোরাকাটা সার্বভৌমত্ব।
আর তোমার চারপাশ হয়ে উঠবে বন্ধুময়!