সত্য ওরা মূর্ত রাঙা গুটসুটিয়ে ডানপিটে
প্রসাদ প্রমাণ মহাসমারোহে ডাগর ফেটে
জাগায় জোয়ার, অন্তরে রেখে অস্ত রবি
ঝলমলে মেঘে টলমলে বেগে উদয় ছবি।
চিত্র সুন্দর চিত্ত রাঙা ঝাপসা ধূলি
দিক ভূলিব বুকের রক্তে মাথার খুলি
সত্যসুন্দর শীতল ঘন দরাজ হরদম
ঠুনকো আবেগ সুখ প্রান্তরে শ্বেত শুভম ।
ওরা- ছড়িয়ে যাচ্ছে টগবগিয়ে
আগুনের ফুলকির মত ডগমগিয়ে
ওরা- বৃত্ত ভাঙা চিত্ত রাঙা
ওরা- চিত্র সুন্দর নিত্য ডাঙা।
ঘুরব সুখে সাদামুখে ঝাপসা খুনের ভয়ে
এক ঝলক গোলক ধাঁধায়, ঐ নীলে মেঘ হয়ে
মেঘের দেশে শ্বেত শুভ্র অবাক মেঘমালায়
আলোর রঙে আলোয় মিশে এক নিমেষে পালায়।
চল রে সবে হাওয়ায় ভেসে গড়ব রূপের ঢল
আসুক যত ঝড় বিঝলি ফেলব নাকো জল
সূর্যস্রোতে বাষ্প সুপ্তি, সপ্ত ডিঙা রাঙা নলে
এক করে হাত উৎসব হবে অগ্নিরুপ উষ্ণ জলে।