এমন যদি হতো,

রাস্তা-ঘাটে চলার পথে
বা যানবাহনের প্রচন্ড ভিড়ে
নেই কোনো বাজে স্পর্শের কিলবিলে হাত
যখন নারীরা  বাড়ি ফিরে ।,

নিরাপদ হতো স্কুল, কলেজ
বা অফিসগামী নারীদের গন্তব্য
সিক্স সেন্সে থাকতো না
কোনো বিকৃত কামুক দৃষ্টি বা মন্তব্য ।



কোন কারণে কোন নারীকে
একলা রাতে ফিরতে হবে বাড়ি
চালক বলতো কোথায় যাবেন?
ভাড়া যাই হোক! নিরাপদে দিয়ে আসি বাড়ি।

রাস্তার আলোয় পাড়ার ছেলেরা
যদি বলে,দৃষ্টি করে সংযত
ভয় করো কেনো বোন? আমরা আছি
বাড়ি ফিরো ভালো মতো।


কোন নির্ভয়া নারী
হয়ে উঠেছে প্রতিবাদী
যার কামিনী-সত্তাকে
কেড়ে নিয়েছে উন্মত্ত কাপুরুষের দল।

যার প্রতিবাদে সম্মিলিতভাবে
গর্জে উঠতো বিচার চাই  বিচার চাই
কেউ বলতো না মেয়েটার-ই দোষ
অশালীন পোশাক পরেছে কেন?

যদি পাড়ার কোন বখাটে
কোন মেয়েকে পছন্দ করে
বারেবারে হয়েছে প্রত্যাখ্যান
তবুও রেখেছে নারীর প্রতি সম্মান।

পৌরুষত্বের প্রমাণ দিতে
নিবে না কোন প্রতিশোধ
নারী আমার বোন কিংবা জন্মদাত্রী
সদা জাগ্রত হোক বিবেক বোধ।

সমাজের ধর্ষিতা কোন মেয়েকে
কোন পুরুষ বিয়ে করতে প্রস্তুত
তাতে নারীর নিরাপত্তা হতো মজবুত
আর বিকশিত হতো মানবিক মূল্যবোধ।

ধর্ষিতা তাই করুণা করে নহে
বাঁধিবে বাহুডোরে মনুষ্যত্বের পরিচয়ে
হবে অবিনাশী সভ্যতা গড়ার প্রবর্তক
এটাই আগুন রাঙা সময়-নির্দেশক।

এমন যদি হতো,

নারী চোখ বন্ধ করে
দেখবে এমন স্বপ্ন-প্রবন্ধ
থাকবে না কোন অবিমৃষ্যকারী পুরুষতন্ত্র
প্রতিটি কন্যা-ভ্রুণও থাকবে স্বাধীন ও স্বতন্ত্র।