কিভাবে এগিয়ে চলেছি সম্মুখে?  
শুধু নীরবতাই তা জানে
সময়ের সাথে এলোমেলো সব
আজ, কোন সম্পর্ক কে মানে?  
সময়গুলো কেটেছে অতি অবহেলায়    
নিজের সাথে নিজেকে মেলাতে
চলছি, শেষ বেলায়।  

আবেগ, প্রেম, অনুভব সবই আজ মৃত
নৈতিক বলয়ের সহযাত্রী সব,চিত্তে অসংযত  
তাল, সুর সব ভিন্ন ভিন্ন, কথারাও আজ বিচ্ছিন্ন
সব গান,টান ছিন্ন করে, বর্জনের অভিঘাতে ক্ষুণ্ণ।
দেখি, তারা  ছায়াম্লান ধূসরতায় পথভ্রষ্ট ;
ধর্মে-কর্মে, স্বার্থের লাগামে,করেছে  অতীত নষ্ট।
একাকী ছুটেই চলেছি যেন, এক দুঃস্বপ্নের ঘোরে
সে নাটকীয়তা মেলাতে মেলাতে, যাচ্ছি দূরে সরে।