মেঘ জমেছে, হের চঞ্চল দুরন্ত গগনে
ইতস্ততঃ বৃষ্টি, মানুষ ছুটিছে এ লগনে
বইছে পবন নভস্তলে অশান্ত গতিবেগে
ভাসছে যত ইচ্ছে হাওয়া বিষণ্ণ ফ্যাকাশে।
চমকিত করে বাঁকা বিদ্যুৎ এসেছে নবীনা বরষা
মেঘবহ্নির স্বাগত-স্বভাষে দুলিছে গীতময় তরুলতিকা
শনশন পবনে গগন ভরিয়া প্রণয়ের অর্ঘ্য প্রীতিময় বচনে
বজ্রচেরা মেঘের সিঁদুরের সুরে কাঁপে জল আধফোটা কদমে।
হঠাৎ বৃষ্টির আন্দোলন ঝাঁপিয়ে পড়ে গোধূলিতে
বঙ্গোপসাগরীয় কুগ্রহ হাওয়ার মত্ত উল্লাসে
কাল বৈশাখীর অশান্ত সঞ্চারে ভীত বন-উপবন,তাই
দখিনা হাওয়ায় নত শিরে করিছে প্রণতি প্রদর্শন।
বৃষ্টি যেন সেগুন শালের ঐকান্তিক শোণিত বর্ষণ
অশ্রু ধারায় প্রকৃতি কাঁদে, সিন্ধু-তরঙ্গে মঞ্জীর মতন
গ্রীষ্মের ব্যাকুলতায় বর্ষা প্রাণে জাগে প্রতিবেশ
অম্বর মাঝে গুরু গুরু শিঞ্জনে হৃষ্ট গগণদেশ।