আমার হৃদয় সরোবরে হেরি সব দুঃখের দামামা
দিগন্ত জুড়ে বেদনার রূপ মাধূরীর চিত্ত রাঙা  
মম হৃদয়ে ব্যাথার সোপান, সেথা মেঘনার খাড়ি  
ক্রঁন্দিছে নিখিল সুখে সখা, বলিহারি বালিয়ারি।
প্রভাতে রবির প্রভা, রাঙা জলে চলে তরঙ খেলা  
ভেসে গেল ভেসে গেল মোর সুখের ভেলা
পঙ্ক সঙ্ক পাড়েতে দুঃখ কাঁধে কেবল আমি একেলা
খেয়া পারে  ভাঙা-গড়ায়  মোর ছেলে বেলা ।
ফিরিবে কি সুখ মোর?  সরোবরে কল্যাণীর তীরে!  
ঘুচিবে কি মেঘের আলো? স্বর্গসুখ বহা মোর ছোট্ট নীড়ে।  
তীরে দর্শী প্রমত্তা প্রবল মুখখানি বেলা অবেলা
আধাঁর ঘুচে ডাকবে কেবল উদ্বেল সুখের ভেলা।