রোদ ঝরে নির্ঝর দুপুরে, নাহিবার নাই জলাধার  
খর তাপে আকাশ কাপে ঝলকে ঝলকে বার বার
যৌবন গেল কোন সুদূরে, স্মৃতিটুকু ছাপিয়ে খেলার মাঠ  
খর তাপে হেরি ধূধূ মাখা পৃথ্বির দিগন্তের পথ -ঘাট।    
ঘাম ঝরেছে, ধর ধর জ্বলছে রবি! তেজ দাহে মাথার উপর  
প্রকৃতির বিভ্রাটে আলাবোলা প্রাণীগুলো!  নাইছে পরপর
স্তব্ধ দিনরাত, পথিকের চোখে মুখে বায়ূ স্বর্গের হাহাকার  
ছায়া মায়া গ্লানী তাই, ভূ-পৃষ্ঠে বটতলার ছায়া চায় আবার।  
খরতাপে রোদে পুড়ে ঘোমটা আড়ে নিচ্ছি ছায়ার পিছু  
তাপে কায়ে টগবগিয়ে আকূল মোরা, ছায়ায় গিয়ে লুকোয় সবকিছু
মহাকাল জ্বলছে রোদে, চৌচির ভূত্বকে আজিকে ফসলের সর্বনাশ  
তাপ উৎসবে বীজতলার চারার দিকে, কৃষাণের পরম দীর্ঘ-শ্বাস !