চোখ বেয়ে ওঠে
পা, বুক, নিতম্ব হয়ে
ঠোঁটে গিয়ে মেশে
লোলুপ চাহনিতে সে
আঁচড়ে দেয় শেষে।
যৌন ক্ষুধা জেগে উঠলে
শরীর কিংবা লাশের
তফাৎ কি সে বোঝে?