বর্বর তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও
আমি জননীর নাভিমূল ছিঁড়ে  
আমি উলঙ্গ শিশুর প্রথম তৃষ্ণা  হয়ে
আবারও আসিবো  ফিরে বীরের হুংকারে
আসিবো অধিকার আদায়ের উন্মাদনা ছড়াতে ।

নির্দয় তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও
আমি প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি
ফিরে আসবো দূর করতে অন্যায় অসঙ্গতি
আমি বেঁচে রবো মানুষের কোলাহলে
ক্ষত-বিক্ষত বিদ্রোহী জননীর নাভিমূলে ।

চাটুকার  তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও
আমি রাজপথে রবো ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে
ঘুরবো আঠারো থেকে আটাশের রক্তস্রোতের মিছিলে মিছিলে  
উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা শৃঙ্খলিত শিকলে।

হে আমার নতজানু স্বাধীনতা, মেরুদন্ড সোজা করো
ক্ষান্ত করো  অন্যায়ের উলঙ্গ ভ্রমণ, নয়তো আবারো
ছিঁড়ে ফেলবো পরাধীন নামক স্বাধীনতার মুখোশ
আমার অস্তিত্বে ঘৃণ্য ক্ষুধা নিবারণ করবে নাভিমূল ছিন্ন-করা রক্তজ।