যাহাকে ভালবাসি নাই আমি
বলেছি নির্ভয়ে নিশ্চিন্তে
যাহাকে ভালোবাসিয়াছি আমি
বলিতে পারি নাই
বলিতে গেলে হৃদয়ে বিঁধে।
যাকে বাসিয়াছি ভালো
তাহাকে চেয়েছি ধীর প্রশান্ত চিত্তে
সার্থক নয় কি আমি?
পাইনি প্রেমিকা
পেয়েছি প্রেমকে!
বুঝেছি অবশেষে
শত সহস্র নারীতে
তুমি অনন্যা।
তাই আমার লোনা সমুদ্রে
বহে অশ্রু বন্যা।