বৃষ্টি বৃষ্টি সারাদিন বৃষ্টি
জলে জলে ভরপুর অপলক দৃষ্টি
মনে যেন সুখ লাগে আহা খুব মিষ্টি
এই সুখ অনুভূতির নামটি জানো কী ?
মেঘ কালো চুল তার চোখ ফেরানো যায় না
টোল পড়া মুখে হাসি যেন অভ্রের গয়না
কাজল আঁকা জল চোখ মোর মনের বায়না
শীকরের ঢেউয়েতে মুখ তার ফুলসাজ আয়না।
বৃষ্টি বৃষ্টি সারাদিন বৃষ্টি
সবুজ শাড়ী কালো টিপে আহা খুব মিষ্টি
মন ভার জানালায় কি দারুণ সৃষ্টি
দিনরাত রাতদিন হোক না হয় বৃষ্টি।
ঘুম যেন কঁচুপাতা কাঁচ নল
ঘুম নেই ঘুম নেই বালিশে ছাপজল
ভালোবাসায় চুম্বন নয়তো বা চোখে জল
দুচোখের নালিশে নীল ব্যাথা ঝলমল
বৃষ্টি বৃষ্টি সারাদিন বৃষ্টি
মেঘের আবরণে ঢেকে যায় সূর্যি ও চাঁদনি
ভালোবাসার আলিঙ্গনে মনে সুখ রোশনি
বৃষ্টি বিলাসে সর্বস্ব পেয়েছি কোনদিন যা পায়নি ।