বর্ষার ঝরঝর নির্ঝরণী সিক্ত করে প্রাণ
আনন্দ-বেদনা,বিরহকাতরতার যুগপৎ  
ঘুচায় মনের অভিমান  
বর্ষার প্রাণরসে সবুজে সবুজে
জেগে ওঠে প্রকৃতি-প্রতিবেশ
গ্রীষ্মের দাবদাহে ব্যাকুল বন্দনায়
বর্ষা জুড়ায় প্রাণ-পরিবেশ।

বর্ষায় অজানিত আহ্বানে
উদ্বেলিত ভালোবাসাময় ব্যাকুলতা টানে
প্রকৃতির লাস্যময়তা নির্দ্বিধায়,
মানব মনে প্রেমের বসন্ত আনে
বর্ষা অবিমিশ্র প্রেমের অনুঘটক
কামনা-বাসনা আকুলতায় সরব
ভালোবাসার পূর্ণাঙ্গ ব্যাপ্তিতে
ধ্বনি ব্যঞ্জনার গুঢ়ার্থে বর্ষার গরজ।  

নির্বাসিত শূন্য ও একাকিত্ব জীবনে
মেঘ যেন বিরহের যাতনা
বর্ষা, প্রেমবহ্নিতে ডানা মেলে ওড়া মনে  
অভিসার বা বিরহের কল্পনা  
এঘোর রজনিতে মেঘের ঘনঘটা
চাহি কেমনে আঙিনার বাটে
প্রেয়সীর সাথে ভিজিতে না পেরে,
না জানি কত যে  পরাণ ফাটে।  

অঝোরধারায় উত্তাল নদ-নদী
জলধিও গভীর গর্জনে ত্বরান্বিত হরদম  
বৃষ্টির নির্ঝরণীতে বিষাদময় ক্লেদাক্ততা
ধূয়ে-মূছে শোধিত হয় একদম
রিমিঝিম তালে ঝমঝমিয়ে বৃষ্টির আগমনে
পুলকিত ও  শঙ্কিতও সৌন্দর্য  
শ্রাবণের মেঘ কষ্ট ও মনস্তাপের সমব্যথি সারথি
যেন এক একাকাকার সৌকর্য ।