মেঘ গহনে আকাশ ছুঁয়ে বর্ষা এসে পড়ে
শরৎ হাওয়ার অনুভূতিতে বৃষ্টি ঝরে ঝরে
মেঘের ঝড়ে সবুজের মাঠে বর্ষা আনে আষাঢ়
বৃষ্টির ঝর্ণা ফুটে জলে মেঘে ফুটে পাহাড়।

কুঁড়ে হাওয়া কাঁপায় বৃক্ষ, সবুজের রং হাওয়ায়
মৃদু বৃষ্টির মেঘলা আকাশ, পাখিরা গান গায়
মেঘের ছায়ায় ফুলের মেলা বাতাসে ঝলমল নাচে
মাটির মনে বৃষ্টির সুরে বর্ষা প্রেমে ভাসে।

বর্ষার আলোয় সূর্য লুকায়, কাদা-জলে সিক্ত ধরণী
বজ্রের ডাকে কেঁপে ওঠে, জলে ভিজে হাসে রজনী
বর্ষার দিনে প্রাণের খেলা, পৃথিবীর বুকে হাসির ঝলক
ঝরনার গান, নদীর সুরে পাহাড়ের কোলে মেঘ অপলক ।

মাঠের ধান নেচে উঠে, নদী ভরে যায় জলে  
বৃষ্টি শেষে রংধনু আসে, আকাশ জুড়ে রঙ খেলে
নদীর ধারে, ভিজে মাটি, ভেজা মনে গেঁথে হই নিঃস্ব
বৃষ্টির জলে মেঘের মাঝেতে  লুকিয়ে থাকে বিশ্ব ।