ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে মুখরিত যখন
সেই মুহূর্তে কোটা নামক বৈষম্যের  আত্মঘাতী আক্রমণ
প্রচন্ড জন বিস্ফোরণে কেঁদে ওঠে তীব্র অনুশোচনায় সাধারণ
আশ্চর্যজনক ভাবে নীরব সকল জ্ঞানী-গুণী, সুজন-সজ্জন
নির্বিকার ভয়ে ভীত-সন্ত্রস্ত, ভীষণভাবে আতংকিত আজ জাতি
সাহসী সৈনিক এই রণাঙ্গন থেকে আনবে বিজয় রেখে হিম্মতি ।

অধিকারের পক্ষের উপর বর্বরোচিত  সাঁড়াশি আক্রমণ  
নিরীহ ছাত্রের উপর শাসকের প্রাচুর্যের এক  নগ্ন উন্মাদন
ঘটে সর্বস্তরে অধিকারের প্রতিবাদে জন বিস্ফোরণ
চিরকাল শাসন ক্ষমতার আকাশ চুম্বি অহংকারের হুংকার
বজ্র আঁটুনি ফসকা গেরো, নিশ্ছিদ্র সতর্ক চাটুকার চাটার ।

এত রক্তপাত, এত বিষন্নতা, মানসিক বিষাদ তবু তারা বোধহীন
ঘাত থেকে প্রতিঘাত হিংসা থেকে প্রতিহিংসার সৃষ্টি চিরদিন
বার্তা নিয়ে এসো আজ হে তরুণ বৈষম্য মুক্তির কর অঙ্গীকার
যুদ্ধ থামিয়ে শপথবাক্য উচ্চারণে আগামী প্রজন্মের তরে হও সোচ্চার
সব যুদ্ধের অবসান করে অনুজদের তরে গড় মুক্ত সংসার।