চার রঙা রৌদ্র কিংবা আঁধারের যেখানেই তাকাই
আলো ছেড়ে অন্ধকারে যেখানেই হাত দেই, শুধুই রাজত্ব
নেই রাজপ্রাসাদ, নেই রাজমুকুটও তবুও সর্বত্র রাজাময়
ডানে কিংবা বামে যেখানেই হাত পড়ে, মাননীয় দখলের ছোঁয়া!
প্রকৃতি দেখায় অভ্যস্ত চোখ সহসায় দেখে ফেলি বার্মিজ ভিক্ষুর দল!
মুখটা ঘুরিয়ে দেখি, যেন আমি রোহিঙ্গা শিশু-চারদিক রাজাময়
জোছনারাতেও ভয় আমার, গেরুয়া আগুনপরা ভিক্ষুর রাজত্ব।
মন বাড়িয়ে চাঁদ দেখতে গিয়ে দেখি — চাঁদ নয়, প্রেয়সীকেও নয়,
পাখির বদলে দেখি ফেলি— স্বৈরাচার রাজার মতন মুখ!
ওগো মহামাননীয়, স্বৈরাচার পলায়নেও এ কোন বীভৎস রাজাময়?
হে রাজামশাই, আমার উঠোন থেকে কবে সরাবে বীভৎস নিতম্ব!