নিথর আলিঙ্গনে
ছিলাম আমরা,
উদ্ভাসিত জগতে
যখন অসৃজিত
অন্ধকারে সন্ত্রস্ত
তখনো, শব্দ দ্বারা
সম্ভব-অসম্ভবের
আবর্তে মোরা মুগ্ধ।
যদিও নয়ন
তোমারে দেখিছে
অনলের বিপর্যয়ে
কিন্তু আমাকে নয়।
হায়, দগ্ধ হচ্ছে
পরিণত এ  বয়স
আমি প্রজ্বলিত  
তোমার স্পর্শে
তবুও তুমি-আমি
বিভক্ত সত্তা!