নাগরিক অবসন্নতায়
যান্ত্রিক দাবানলে মনন সৌধ
ঘিরেছে যন্ত্রণা সভ্যতা
তাই,সভ্যতা সহজাতে যাপিত।
এখন দুপায়ের সামর্থ্যে
মানুষ সেরেছে অ্যাসিরীয় পাঠ
মানবতার চর্চা ভুলে
চলছে অমানবিক ধারাপাত।
উত্তরাধুনিকতায় বিষন্নতার আবর্তে
মনুষ্যত্ব কেমন! গুলে বকাওলী,
মনুষ্যত্ব আজ অস্তাচলে
মুখোশধারী দিচ্ছে কেবল হাতে হাতে তালি।  
নৈমিত্তিক ব্যাকরণে টগবগে যজ্ঞের বল্লকী
বিপন্ন সুসময় আজ
চারপায়ে তড়পায় নব হিম্মতি।  
হে প্রভু!
দাও, চোখের কোণে ঘুমের বাউলা ঘোড়া
বিশ্ব ছেড়ে কল্পদেশে ঘুরি উরাধুরা।