হে নারী একবার তো হও শান্ত
কারো কান পরায় হও কেন বিভ্রান্ত?
মাতা কিংবা স্ত্রী হও সে তো বিধির বিধান
কুচক্রে সংসার ভেঙ্গে করো নাকো খানখান।
সংসার ভাঙ্গতে হাস্য মুখের শুনবে মিষ্টি ধ্বনি
মুক্ত বিহঙ্গ করবে তোমায় ডাকবে সোনামণি,
পারিবারিক রীতি ভুলে হৃদয় নীতি মানো
তোমার সংসার তোমারই থাক অটুট থাকে যেন।
নারীর সংসার মুক্ত বাতাস, যেন বাঁচার অধিকার
শত যুগের শৃঙ্খল মুক্তি আর স্বস্তিতে শ্বাস নেবার,
ডিভোর্সি হয়ে যুগ-যুগ ধরে, বহিবে বোঝার লৌহবেড়ি
কথার তীরে দীর্ঘশ্বাস আসমানে দিবে ছাড়ি।
পরের অন্নে, পরের ঘরে, পরের তরে বাঁচিস
তুচ্ছ-তাচ্ছিল্য উপেক্ষা করে স্বামীর ঘরেই থাকিস,
যদি অক্ষয় করি সংসার গড়িস দূর করে অভিমান
সাধ্য কি আর স্বামী থাকতে কেউ করে অপমান।
ষড়যন্ত্র রুখতে যুদ্ধ করবে,করবে বরের সাথেই ঘর
নইলে একূল ওকূল দুকূল হারাবি সবাই হবে পর
বলবি শেষে কেঁদে কেঁদে গোটা দুনিয়ার কি দরকার?
এক-আধ বেলা ভাত খেয়ে হলেও চাই স্বামীর সংসার ।