যেখানে বসে উকিলের সব কথা শুনে
যে হাতে কলম তুলে রায় দাও
সেই হাত তুলে কাঠগড়ায় দাঁড়িয়ে
বিচারকের কাছে একবার আরজি জানাও।
প্রক্রিয়া একই রকম হলেও
শুধুমাত্র অবস্থান আলাদা
প্রতিবার যদি হৃদয়ে জাগে এই কল্পনা
তবে প্রতিটি রায় হবে কলমে আঁকা আল্পনা।