দিন যায়, মাস যায়, বছর যায় তবুও আমি চেয়ে
বসে থাকি একাকী সর্বক্ষণ, অদম্য এক ইচ্ছা নিয়ে
জননী মাতৃভূমির বিরান ধ্বংসস্তূপে দেশপ্রেমিক হয়ে
প্রখর দ্বিপ্রহরে সোনার বাংলা পাওয়ার স্বপ্ন বেয়ে।

প্রতিদিন অস্পষ্ট স্বরে কথা বলি আমার একলা ঘরে
প্রতিবাদের সুবাসে জ্বলন্ত মোমের গন্ধে ঘর যেন যায় ভরে  
জাগিয়ে তুলি ৫২ কিংবা ৭১ এর স্মৃতিগুলি ব্যাখ্যাহীন ভাবে
তারুণ্যের সাথে যে পথে অনন্তকাল, নিরিবিলি হেঁটে যাওয়া যাবে।

বেলাশেষে তোমাদের সাথে যেতে চাই একাত্ম হয়ে মৃত্যু পর্যন্ত
এই সেই পথ, যে পথে আত্মসমর্পণ করি জীবন গড়ি অনন্ত
তোমাদেরই ছায়া, জড়ায় আমাকে,জীবনের জোয়ারে সর্বক্ষণ
ধ্বংসস্তূপে বসে লাশময় প্রান্তরে নিঃসঙ্গভাবে কবিতা লিখে চলি অনুক্ষণ।