প্রেমবোধ ও সক্ষমতাবোধে গঠিত মূলত আত্মসম্মান
জীবনের সর্বত্রই কেবল আত্মসম্মান বিরাজমান
সফলতার প্রেক্ষাপট নিশ্চয় কোন আত্মসম্মান অথবা অপমান
তাই সম্মানিত হতে হলে করতে হবে নিজেই নিজেকে সম্মান
উত্তম হতে করতে হবে নিজেকে উন্মোচন
অন্যের গ্রহণের প্রয়োজন নেই, করো নিজেকে নিজে গ্রহণ
আবার অতিরিক্ত আত্মসম্মানবোধ এক ধরনের অহংকার
প্রয়োজন দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ এমন আত্মসম্মান গড়ার।
আত্মসম্মান মানে জীবিত অবস্থায় উচ্চশিরে বাঁচা
আত্মমর্যাদা হচ্ছে শৃঙ্খলা ও শিক্ষার মূল উঠে আসা
আত্মসম্মান রক্ষার্থে করা উচিৎ নিজেকে পরিবর্তন
অতিরিক্ত আত্মসম্মানবোধে ঘটে কাঁচের ন্যায় ভাঙন।
সর্বদা নিজেকে উন্মোচন করার চেষ্টা কর, ভরসা কর নিজের ওপর
অন্ধ অনুসরণ করা থেকে বিরত থাকলে, সফল হবে তারপর
যাদের অতিরিক্ত আত্মসম্মান, রাগ, ইগো, জেদ, অহংকার ও দাম্ভিকতা
তারা শারীরিকভাবে জীবিত হলেও মৃত তাদের মানসিকতা ।
প্রচুর অর্থ কিংবা বিত্ত নয় আত্মসম্মানই স্মরণীয় করে রাখবে চিরকাল
ইহকাল বা পরকালে আত্মসম্মানে মর্যাদা মেলে সাক্ষী মহাকাল
অন্যের প্রতি সহিষ্ণু আর সহনশীল হও, নিজের ক্ষেত্রে করো কঠোর হস্ত
শুধু আত্মসম্মান রক্ষার জন্য নয়, মনুষ্যত্ব অর্জনে হও অধিক আসক্ত।