আমার কানে আজও উচ্চারিত হয় তনু হত্যার দৃশ্যপট
মনে জাগে অনেক অনেক প্রশ্ন, রাষ্ট্রের ব্যর্থতা অকপট
মনের গভীরে অনুচ্চারিত যে প্রশ্ন গুঞ্জন তোলে হরদম
কিভাবে নির্ভয়ার জীবনের উন্মাদনা চলন্ত বাসে স্তিমিত হয় একদম?
তুমি, আমি, সকলে আজ, নগ্ন অর্ধসত্যের মায়া জালে
নারীদের নিরাপত্তায় কিছু কি করতে পেরেছি কোন কালে?
ক্রমশ কি শেষ হয়ে যাচ্ছে তাদের সফলতার স্বপ্নের দিন গোনা
নাকি মৌমিতার ন্যায় একশ পঞ্চাশ গ্রাম রক্ত-বীর্যে শঙ্কিত জীবনের প্রস্তাবনা।
তাদের মনে আজ শুধু ভয় অন্ধকারে উত্তাপ,অনুভব
চারিদিকে গণধর্ষণের পর হত্যার এক মহা উৎসব
আইনের শাসন শুধু দুষ্প্রচার তা কেবলি লিখিত সম্পদ
কোন সে সাধনে কোন সে লগ্নে নারী হবে নিরাপদ?
তাদের স্বপ্নের বীজ রোপণ করছে কি পৃথিবী নামক বন্ধ্যা জমিতে?
যেখানে প্রাণের ফসল ফলেনা নারী খাদকের চিন্তার অনাবৃষ্টি-অতিবৃষ্টিতে।
আজ এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানো কি পাপ?
মেয়েদের স্বপ্নের রঙিন দিন গোনা কি অভিশাপ?
গোটা পৃথিবী কি ব্যর্থতার ভার নিয়ে মুখ থুবড়ে আছে পড়ে?
তাদের বিপুল সম্ভাবনা কি নারী খেকু পুরুষের আঁস্তাকুড়ে?