চূর্ণবিচূর্ণ কাঁচের পৃথিবীতে নায্যতা
যেন নতুন চাঁদের বাঁকা ফালি
চাটারের নৃশংস থাবায়
ইস্পাত অস্ত্রের ঝনঝনানিতে
তোমাদের রক্ত-সমুদ্র স্রোতে
মোরা রাঙাবো নতুন প্রাণ।

আমার নেই কোন সামর্থ
আছে তিলে তিলে গড়ে তোলা
ক্ষোভের দুর্গ।
কিভাবে ভেঙ্গে গেল?
হৃদয়ের বিশাল পাথুরে অবরোধ  
ঘা দিলো প্রতিবাদের বৃষ্টি
যেভাবে বাঁধ ভাঙ্গে কর্ণফুলীর খ্যাপা স্রোত।

আমি নিজেও জানতে পারিনি এতকাল
ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমায়
খরস্রোতা অর্গলহীন সজল
ভেসে যাচ্ছে আবৃত হৃদয়
কিংবা অনাবৃত বক্ষ-বাক্কাল
মোর দু’চোখের ভাষা
শীকরে আঁকা কারুকার্যের নাটিকা  
সমুদ্রের নাভি থেকে উঠে আসা
প্রচন্ড প্রবাহে ঝড়-ঝটিকা।