আমরা নিতান্ত অধিকারহীন
ছিলাম আঁধারের অন্ধকারে প্রতিদিন
ছিলাম অধিকারহীনতার বেড়াজালে
যে অলীক রাজ্যে অধিকারহীনতার খেলা চলে।
বছরের পর বছর অধিকারের আশায় অপেক্ষা
এটাই সত্য, আশার আলোয় ‘অধিকার-চুরি-যাওয়া”
আমার মনে হলো,আমরা সারাজীবন অধিকার-বঞ্চিত’
অন্ধকার ঘন হয়ে আসে কিন্তু অধিকার আসে না, সত্যিই তো!
আমরা হতাশ-অধিকার চুরি করা হয়েছে, ক্রোধে ভরা মুখে আমি
কোথায় যেন অদৃশ্য রেখা, লেখা “এই রেখার নিচে তুমি”
অধিকার-চুরি-যাওয়া তুমি সত্যিই অধিকারহীন
আর অধিকার পেলাম না,বরং বেড়ে গেল নির্যাতন।
আশা প্রায় নিভে গেল হতাশার তলানিতে
আমি উঠে দাঁড়ালাম, বললাম, “আমি আমার অধিকার”
এবং হেঁটে চলে গেলাম,আলোর দিকে,নতুন জীবনের দিকে
হঠাৎ স্নিগ্ধ হাসি মুখে বললে, সত্যিই,তুমিই তোমার অধিকার।