রাত দিন ছিঁড়ে যায় মোর পাতাগুলো
শাখা-প্রশাখায় আঘাত করে এলোমেলো
এক শক্তিশালী আবহ বয়ে যায় সারাক্ষণ
চিহ্ন রেখে যায় ক্লান্ত না হই যতক্ষণ।
অন্য বৃক্ষগুলো যখন ভূমিতে এলিয়ে থাকে    
তখন মাটি আঁকড়ে সোজা থাকি শাখে
ভীতিকর আবহ রুদ্ধস্বরে জিজ্ঞেস করে
কিভাবে তুমি এখনও দাঁড়িয়ে?
ওহে ভীতিকর আবহ !
তুমি ভাঙতে পারো শাখাগুলোকে
বয়ে নিয়ে যেতে পারো পাতাগুলোকে
আমায় নাড়িয়ে করতে পারো শাসন
কিন্তু, যথেষ্ট সহনশীল আমি, লড়াকুও ভীষণ।  
আমার মাটিতে প্রোথিত শিকড়গুলো
শক্তসমর্থ হয়ে বেড়ে ওঠছেও  সেগুলো
যতই চেষ্টা কর তাদের স্পর্শ নাহি পাবে
নিশ্চিত গভীরতা আমার, তোমার কষ্ট বৃথা যাবে ।