মসজিদে আজি চেয়ারের সারি
সেথা ক্ষমতার পুজা ভারী
মক্কা-মদিনা মূর্ছা গিয়েছে  
জমজম বোকা বনে  
জামাআত পড়ে গোটা কয়েক
নেক সুরতের সনে।

কমেছে মানুষ বসুধার ভীড়ে
পশুদের স্বর বেজে উঠে ফিরে
ধর্ম বেচিয়া কর্ম কিনেছি  
ঘুষের টাকায় হাজী
মানুষ ঠকিয়ে হয়েছি আজ!  
সব কুকাজের কাজী।

নগন্য কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে
তারা! টিকবে কি কিছু দিন?
মলিন হৃদয়ে বাজিছে
করুণ সুরের বীণ।
বসুধা ভরা দুষ্ট মাঝি
মানুষ কি তাই, বিলুপ্তপ্রায় আজি?  
ভাবনা তাদের নেভাবে দোযখ
হাত করে বিধাতা
আহত বিবেক ঝুলেছে ফাঁসিতে  
পরকালের ভাবনা কেমন! যা তা।