জিগার গাছের আঠা দেখেছো কখনো ?
ওটা কিন্তু আঠা নয়
আমার টুকরো হৃদয়কে
জোড়া দেওয়ার বৃথা কান্না।
সূর্য দেখেছো কখনো?
ওটা কিন্তু সূর্য নয়
আমার আত্মার নেগেটিভ
ঝড়ের আকাশে বিদ্যুৎ চমকানোর পর
মেঘের আড়ালে সমাধিস্থ হয় ।
নক্ষত্র দেখেছো কখনো?
ওগুলো কিন্তু নক্ষত্র নয়
আমার ব্যথাতুর হৃদয়ের ফালি
যেখানে কেবল অসংখ্য গর্ত
অসংখ্য স্বপ্ন লুকিয়ে থাকা গর্ত
যেখানে স্বপ্নগুলো
মাঝেমাঝে জ্বলজ্বল করে।
আলো-অন্ধকার কি জানো?
তুমি যখন আমার দিকে তাকাও
সেটাই আমার কাছে আলো
আর যখন অন্য দিকে তাকাও
সেটাই আমার কাছে অন্ধকার।
আর এই অন্ধকার কালো চোখে
আমি আলো খুঁজে বেড়াই অহর্নিশ।