রূহ! দৃশ্য অদৃশ্য অন্তর্নিহিত শক্তি
শারীরিক পরিধির সহিত জাগতিক সম্পর্কই আধ্যাত্মি
আধ্যাত্ম অধ্যয়ন বিষয়ের গভীরতা অনুভবের সঞ্চারণা
আধ্যাত্মিকতা মনের উদ্বেগ নির্মূলে শক্তিসঞ্চারী প্রাণায়ামা।
শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক স্তরের সজীবতা মৌনাভ্যাস
চিত্ত উন্নয়নের সহজ সমাধি ক্বলব ব্যাপ্তি নৈঃশব্দে ধ্যানাভ্যাস
চৈতন্যের বৈশিষ্ট্য অভিজ্ঞতার প্রাচুর্যের সহিত তৃপ্তির আশীর্বাদ
অলৌকিক জ্ঞান লাভ পূর্ণতা বোধে মানসিক শান্তির ঐক্যের ভাব।
পবিত্র সুন্দরতম অমূল্য প্রজ্ঞার শাশ্বত সময়ের স্রোত কৃতজ্ঞ প্রণতি
শিক্ষা শ্রবণে অর্জিত জ্ঞান হলেও দীক্ষা জ্ঞানে ঈশ্বর দর্শনি
সমস্ত ধর্ম গ্রন্থ ঈশ্বর দর্শনে স্পষ্টত বর্ণিত পরমাত্ম অধ্যয়ন
পরাবিদ্যায় সদগুরুর হস্ত কৃপা অন্তর্জগতে ঈশ্বর দর্শন।