দিসুর মা,আজো চেয়ে আছে
আসবে খোকা ফিরে বলেছে তাকে ।
জিজ্ঞেস করে,সর্বজনেরে
দেখছিস্ নাকি খোকাকে ।
গেছে যে খোকা মোর,
অধিকার আদায়ে তাগিদে ।
দিসু মোর,
আনবে ছিনিয়ে স্বাধীনতা ।
থাকবে নাকো আর পরাধীনতা ।
জাগ্রত হও কেন আজ হতাশা !
মায়ের অন্তিম সাহসী কথায়,
জেগে যায় তরুনসমাজ!
পালিয়ে বেড়াবে না আর
নিয়ে পণ,আনবে ফিরে স্বধীনতা আজ ।
হবে না আর হতাশারমুখী ।
ভেঙ্গে ফেলবে,আছে যত
বৈরাগ্যর অত্যাচারের নীল নকশার খাকি ।
বিঃদ্রঃ কবিতায় কোন ভুলযদি করে থাকি,দয়া করে ভুলগুলো ধরে দিবেন ।বিশেষ করে বিরতি চিহৃগুলো ।এগুলো জানা খুবই জরুরী