অসীম চাহনীর তরায়;
বলছি জ্যোতি তোমায় ।
সময় যে চলে যায়
খেয়াল কী আছে তায়?
সন্ধ্যার ঝিঝিরা বলিছে ডাকি;
সে কথা তুমি কর্ণপাত কর কী?
তোমার চির মধুজ্জ যৌবনায়;
"ঝরিছে ধূলায়,সাগরে বানভাসি"
চেয়ে আছি সে আলপনায় ।
সে আবেগ তুমি খেয়াল কর কী?
ধীর বহে ঢেপা নদী
"মেলে আঁখি;খুলে দেখি
জানিয়ে যায় বিদায় বানী"।
তুমি যে হবে মোর জীবনসঙ্গিনী
সে কথা খেয়াল আছে কী?
বলছি জ্যোতি তোমায়,
সময় যে যায় চলে যায়
খেয়াল কী আছে তায়?


বিঃদ্রঃ আপনাদের প্রতি অনুরোধ কবিতাটি পড়ে আমার ভুলগুলো ধরে দিবেন ।কারন কবিতাটি ভুলগুলো জানা আমার খুবই জরুরী ।