ভগবতী,দূর্গা,দূর্গতিনাশিনী
কত জনে কত নামে তাকেই চিনি !
বছর খানেক পরে,বার মাস ঘুড়ে ।
একবার আসে বাপের বাড়ি ফিরে
কৈলাশ থেক আগমনে ।
ঢাক-ঢোল আর শঙখ,শাখেঁ
বরনের ডালায় বরন করে
মেতে উঠি নেচে আনন্দ মেখে ।
শরতের কাশের ছোঁয়ায় আর ক্ষেতের দোলায়,
খুশীর লহর আনে যেন এই শারদীয়ায় ।
মনের আমেশে গাই তার গান,
ভক্তি মনোভাবে থেকে
ভুলে যাই যত মান-অপমান ।

মন্তব্যঃসবাইকে জানাই শারদীয়া দূর্গাপূজার লাল গোলাপের শুভেচ্ছা ।।