আমি কবি হতে চাই ।
ঔই লাল গোলাপের মত
আগলে যেন রাখে সবাই!
ঔই দূর নীল আকাশে।
সন্ধ্যা তারার মত
জ্বলতে আমি চাই ।
ময়না,টিয়ের মত করে
তাই আমি গাই,
আমি কবি হতে চাই ।
সূর্যের মত করে চেয়ে একজনে
পাই যেন ঠাঁই,
আমি কবি হতে চাই ।
আমার দেশের মাটিতে
মেশানো  শহীদের ঘ্রাণ,
কবিতায় করে দিব ম্লান ।

রচনাকালঃ২৮.৯.১৪ইং
রাত্রি ১১টা