আজ তোমার ভালবাসাতে হয়েছি ক্লান্ত
দুঃখের গ্লানে জানালার পাশে,
একা একা কাঁদছি আন্তঃগোপনে ।
আমি আমার আধ্যান্তিক জগতে,
তোমাকে ভালবেসেছিলাম অন্তরালে ।
সবি জলাঞ্জলিতে ভাসিয়ে দিলে !
অসীম পৃথিবীতে গড়ে ছিলাম তোমায় কেন্দ্র ।
বটবৃক্ষের মত ছায়ায়,
আগলে রাখছিলাম হয়ে বৃত্ত ।।
আমি আমার স্বয়নে স্বপনে,
তোমায় রেখেছিলাম দুনয়নে ।
তুমি ছিলে মোর কাব্যতে,
ছিলে ছোট্ট মনের ঘড়টাতে ।
তোমায় নিয়ে বাসা বেধেঁছিলাম,
অসংখ্য কবিতাতে ।
তুমি হারিয়ে গেলে মনের রাজ্যে দিয়ে উঁকি ।
জান কি, তোমার জন্য আজ কবিতারাও দেয় ফাঁকি ।।
রচনাকালঃ১৯,৯.১৪ইং