পথের ধারে বয়ে গেছে,
ঐযে ঢেপা নদী ।
অকুলধারায় বয়ে চলে নিরবধি ।
নদীর পাড়ে জন্মেছে শ্যাওলা।
জলের নিরবতা ভেঙ্গে,
মাছ করছে যে খেলা ।
ডিঙ্গি নৌকায় করে মাঝি গায় গান
তার কন্ঠ শুনে ভরে যায়,
আমার মনও প্রাণ ।

নদীর কূলের ধারে সাদাকাশবন।
তার দোলায় দোলতে ইচ্ছে হয়,
আমারও এখন ।
ছোট ছোট ছেলেরা গোসল করে নদীর ঘাটে ।
এসব আঁকি যেন,
এই প্রকৃতির হাটে ।

রচনাকালঃ২২,৯.১৪ইং